আকিব হৃদয়, স্টাফ রিপোর্টার ।।
গতকাল ৫ আগস্ট ২০১৭ তারিখ শনিবার কিশোরগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১০:০০ টায় জেলার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের টিকাদান কেন্দ্রে আনন্দঘন পরিবেশে একটি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাাস ক্যাপসুল খাওয়ানোর মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক তরফদার মো: আক্তার জামীল।
এসময় কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা: মো: হাবিবুর রহমান, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, ডেপুটি সিভিল সার্জন ডা: মুজিবর রহমান, বিএমএ, কিশোরগঞ্জ জেলার সাধারণ সম্পাদক ডা: আব্দুল ওয়াহাব বাদল, জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু তাহা মো: এনামুর রহমানসহ জেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এই ক্যাম্পেইনে জেলার প্রায় ৫ লক্ষ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী শিশুকে একটি নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে ।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৬-০৮-২০১৭ইং/ অর্থ