muktijoddhar kantho logo l o a d i n g

সাহিত্য ও সংস্কৃতি

বিবাহ বাসর : এস.এম বিল্লাল

সাহিত্য ও সংস্কৃতি ।।

বিবাহ বাসর : এস.এম বিল্লাল
======================

মনের ঘরে একটা তালা দিয়ে যারে তুই
করিস না আর হেলা।
চড়ুই পাখির সঙ্গম লীলায়
উত্থান সময় আমার।
তিমির ঘেরা ভাবনার ঘরে
কাটছে যে একলা।

প্রতিদিন কত ঘটক আসে
দেখায় কত ছবি,
বয়সটাও এখন যাচ্ছে বেড়ে
উড়ছে মাথায় নীলআকাশ জুড়ে
আস্ত টাক এর ঘুড়ি।।

গুরুজনগুলি কেমন যেন!
শুধু দেখে তুর ছবি
আমি মশগুল তাই,
সম্পাদনায়
নয় ‘তো রাতজাগা কবি।

এমনি করে যদি বয়ে যায় বেলা!
যদি চলে যায় শত প্রহর।।
পাঠক সম্প্রদায় এত নিশ্চুপ কেন?
হবে না কি আমার
বিবাহ – বাসর?

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৯-০৮-২০১৭ইং/ অর্থ

Tags: