মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ অস্ট্রেলিয়ায় মামুনুল-জুয়েল-হেমন্তদের সময়টা ভালোই কাটছে। ২০১৮ বিশ্বকাপ এশিয়া অঞ্চলের বাছাইপর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নামার আগে খোশমেজাজে রয়েছেন বাংলাদেশ দলের ফুটবলাররা।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে দলের সার্বিক অবস্থা জানায়। এদিন স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় মামুনুলরা হালকা অনুশীলন সেরেছেন। স্ট্রেচিং করেছেন। পার্থের ডরিন গার্ডেন্সের সকার ক্লাব মাঠে অনুশীলন করেন মামুনুলরা। এরপর বিকেলে ম্যাচের ভেন্যু পার্থের পিয়ার স্ট্রিটের এনআইবি স্টেডিয়ামে অনুশীলন চলে। পরে হোটেল হায়াত রিজেন্সিতে প্রাক-ম্যাচ সংবাদ সম্মেলনে যোগ দেন বাংলাদেশ কোচ ডি ক্রুইফ ও অধিনায়ক মামুনুল ইসলাম।
হালকা অনুশীলন সেরে মামুনুলরা পার্থের কিংস পার্কে দীর্ঘক্ষণ হাঁটেন। এরপর স্কারবোরো সমুদ্রসৈকতে বেড়াতে যান ফুটবলাররা। সেখানে হেমন্ত-মামুনুলরা ছবি তুলে, বল খেলে সময় কাটান। দলের সবাই শারীরিক ও মানসিকভাবে ভালো আছেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আগামীকাল বাছাইপর্বে নিজেদের অ্যাওয়ে ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। বাছাইপর্বে ‘বি’ গ্র“পে এর আগে দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। নিজেদের মাঠে কিরগিজস্তানের বিপক্ষে ৩-১ গোলে হারের পর তাজিকিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করে লোডভিক ডি ক্রুইফের দল। এক পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে বাংলাদেশ। সমান পয়েন্ট পেলেও গোল পার্থক্যে তাজিকিস্তান চতুর্থ স্থানে আছে। তিন পয়েন্ট নিয়ে বাংলাদেশের গ্র“পে সবার উপরে আছে জর্ডান। সমান তিন পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে আছে কিরগিজস্তান ও অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে যাওয়ার আগে বাংলাদেশ জাতীয় ফুটবল দল মালয়েশিয়ায় একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে। গত শনিবার কুয়ালালামপুরে অনুষ্ঠিত সেই ম্যাচ গোলশূন্য ড্র হয়। বাংলাদেশ ডাচ কোচ ডি ক্রুইফ দলকে রক্ষণাত্মক খেলিয়ে ম্যাচ ড্র রাখতে সফল হয়েছেন। অস্ট্রেলিয়ায়ও তিনি বাংলাদেশ দলকে রক্ষণাত্মক খেলাবেন বলে ঢাকা ছাড়ার আগে বলে গেছেন।