শফিক কবির, স্টাফ রিপোর্টার ।।
আজ ১০ আগস্ট ২০১৭ বৃহষ্পতিবার বেলা ১:০০ টায় কিশোরগঞ্জের পুরানথানাস্থ ইসলামিয়া সুপার মার্কেটের উন্নয়ন কাজ পরিদর্শন করছেন জেলা প্রশাসক মো: আজিমুদ্দিন বিশ্বাস।
এসময় তিনি মার্কেটের ড্রেনেজ ব্যবস্থা, ওয়াশরুম, কনফারেন্স রুমের উন্নয়ন কাজ পরিদর্শন করেন এবং কাজের গুণগত মান বজায় রেখে দ্রুত কাজ সমাপ্তের নির্দেশনা দেন। এছাড়া, অনুমোদন ছাড়া মার্কেটের বিভিন্ন স্থানে বিলবোর্ড স্থাপনের জন্য তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত এগুলো অপসারণসহ নিয়ম মেনে সকলকে ব্যবসা পরিচালনার আহবান জানান।
পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপসচিব তরফদার মো: আক্তার জামীল, এনডিসি আবুল হাশেম, সহকারি কমিশনার শরীফুল আলম, মার্কেটের ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ইসলামিয়া সুপার মার্কেটটি জেলা প্রশাসনের তত্বাবধানে পরিচালিত হয়ে থাকে।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১০-০৮-২০১৭ইং/ অর্থ