muktijoddhar kantho logo l o a d i n g

বিশেষ প্রতিবেদন

পলিথিনের ছাতা মাথায় দিয়ে স্কুলে যায় বিপ্লব

মোঃ মেহেদী হাসান, গাইবান্ধা : 
পাঁচদিনের বৃষ্টি অার অদম্য ইচ্ছা শক্তি দমাতে পারেনি বিপ্লবকে। গত পাঁচদিনের অবিরাম বৃষ্টিতেও পলিথিনের ছাতা তৈরি করে স্কুলে যাচ্ছে সে।রোববার স্কুল যাওয়ার পথে কথা হয় তার সাথে। সে জানায় ছাতা নেই তাই পলিথিন দিয়ে ছাতা বানিয়ে স্কুলে যাচ্ছি। স্কুলে পরীক্ষা চলছে তাই যেতেই হবে স্কুলে।
সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের দরিদ্র সুবাস চন্দ্রের ছেলে বিপ্লব। থাকে সদর উপজেলার পিসির বাড়িতে। লেখাপড়া করে একটি বেসরকারি বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে। ছাত্র হিসেবেও সে বেশ ভালো।
অভাবের সংসারে লেখাপড়ার খরচ দিতেই হিমশিম খাচ্ছে পরিবার সেখানে সন্তানকে ছাতা কিনে দেয়া বড়ই কঠিন হয়ে দাঁড়িয়ে তার পরিবারের। কথা হয় স্কুলের সহকারি শিক্ষিকা মেহেরুন মুন্নির সাথে, তিনি জানান বিপ্লব খুব ভালো, নম্র স্বভাবের ছেলে। সে কখনো স্কুল মিছ করেনা।

 

 

 

Tags: