তথ্য প্রযুক্তি ডেস্কঃ শিক্ষার্থীদের লেখাপড়ায় প্রযুক্তি নানা সুবিধা বয়ে এনেছে। বিশেষ করে বেশ কয়েকটি অ্যাপের কথা না বললেই নয়। এখানে দেখে নিন ৫টি ফ্রি অ্যাপের কথা।
১. Quizlet : আইফোন এবং অ্যান্ড্রয়েডে বিনামূল্যে মিলবে অ্যাপটি। আন্তর্জাতিক স্টাডি সাইটগুলোতে ব্যাপক জনপ্রিয় হয়েছে অ্যাপটি। এতে পড়াশোনার নানা টিপস দারুণ উপকারী। হাইস্কুল ও কলেজের শিক্ষার্থীদের জন্যে নানা কোর্সের এক উপযোগী টুল হিসেবে গ্রহণযোগ্যতা পেয়েছে। এমনকি শিক্ষকরাও তাদের বিভিন্ন কোর্স সম্পর্কে ধারণা পেতে ‘কুইজলেট’ ব্যবহার করেন।
২. Evernote : এই অ্যাপটিও আইওএস এবং অ্যান্ড্রয়েডে ফ্রি পাওয়া যাবে। যেকোনো নোট নিতে দারুণ একটি অ্যাপ। এখান থেকে যাবতীয় নোট ল্যাপটপে বা কম্পিউটারে সিঙ্ক্রোনাইজ করতে পারবেন।
৩. StudyBlue : হাইস্কুল ও কলেজ শিক্ষার্থীদের জন্যে দারুণ এক অ্যাপ। আইফোন ও অ্যান্ড্রয়েডে ফ্রি মিলবে। সাধারণত কোর্সওয়ার্ক গুছিয়ে নিতে সহায়তা করতে আপনাকে। নিজের ইচ্ছামতো কুইজ ও ফ্ল্যাশকার্ড বানাতে পারবেন।
৪. Algeo Graphing Calculator : আইফোন ও অ্যান্ড্রয়েডে ফ্রি পাবেন। এটা একটা দারুণ গ্রাফিং ক্যালকুলেটর। এ বিষয়ে যতগুলো ক্যালকুলেটর রয়েছে এটি তাদের সেরা।
সূত্র : ফক্স নিউজ