বিনোদন ডেস্কঃ প্রথমবারের মতো গীতিকার, সুরকার এবং কণ্ঠশিল্পী জয় শাহরিয়ারের কথা ও সুরে একটি গানে কণ্ঠ দিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান। ‘শুধু তোমার জন্য’ শিরোনামের গানটি থাকবে জয়ের কথা ও সুরে ঈদে প্রকাশিত হতে যাওয়া একটি মিক্সড অ্যালবামে।
গত ২৮ আগস্ট এই গানের রেকর্ডিং সম্পন্ন হয়।
এ প্রসঙ্গে জয় বলেন, তাহসান ভাইয়ের সঙ্গে এই প্রথম কাজ করলাম। তার গানের ধারা এবং আমার নিজস্ব ধারার সমন্বয়ে একটি গান করার চেষ্টা করেছি। আশাকরি আমাদের এই চেষ্টা শ্রোতাদের ভালো লাগবে।
উল্লেখ্য, তাহসান ছাড়াও এই অ্যালবামে আরও গান করছেন বাপ্পা মজুমদার, এলিটা সহ আরও অনেকে।
Tags: