muktijoddhar kantho logo l o a d i n g

বিনোদন

ধর্ষণ বাড়ছে, তার পিছনে কারন সানি লিওনের কনডমের বিজ্ঞাপন : সিপিআই নেতা

sunny leone
বিনোদন ডেস্কঃ এতদিন বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনীতিবিদদের কাছ থেকে শোনা যেত মহিলাদের পোশাক ধর্ষণে উৎসাহী করছে। এবার সেই ধর্ষণের বিষয়ে সানি লিওনের কনডোমের বিজ্ঞাপন নিয়ে বিতর্ক বাড়ালেন ভারতের রাজনৈতিক দল সিপিআই নেতা অতুল কুমার আনজান।
ভারতের এই নেতা বলেন,

দেশে ধর্ষণের সংখ্যা দিন দিন বাড়ছে তার পিছনে রয়েছে সানি লিওনের কনডমের বিজ্ঞাপন। এই সিপিআই নেতার অভিযোগ, সানি লিওনের কনডোমের বিজ্ঞাপনগুলো দেখে উত্তেজিত হয়ে পড়ছে ছেলেরা, আর তারই জন্যই বাড়ছে ধর্ষণ।
sunny leaon 2
উত্তর প্রদেশে এক সভায় আনজান আরও বলেছেন, কনডমের বিজ্ঞাপনে দেখা যাচ্ছে এক পুরুষের পাশে শুয়ে রয়েছেন সানি। সারা দিন-রাত এই নোংরা বিজ্ঞাপন দেখানো হচ্ছে। এটা যৌনতা বাড়াচ্ছে এবং ভালোবাসাকে শরীর সর্বস্ব হতে। সঙ্গে বলেছেন, এ ধরনের বিজ্ঞাপন টেলিভিশনে অনবরত দেখানো হলে ধর্ষণ বাড়বে। এ সব বন্ধ হওয়া দরকার।

সূত্র : জি নিউজ।

Tags: