ডেস্ক রিপোর্ট ।। আগামী ২ সেপ্টেম্বর পবিত্র ঈদুল আজহা। বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসেবে বাংলাদেশে ২ সেপ্টেম্বর ঈদুল আজহা উদযাপিত হবে।
বুধবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের পর ধর্মমন্ত্রী মতিউর রহমান এই ঘোষণা দেন। ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
ধর্মমন্ত্রী বলেন, ‘আজ বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। হবিগঞ্জ, লক্ষ্মীপুর, শেরপুর, গোপালগঞ্জ, মুন্সীগঞ্জসহ প্রায় সব জেলা থেকে চাঁদ দেখার খবর এসেছে।’
চাঁদ দেখা যাওয়ায় বৃহস্পতিবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। সে হিসেবে ১০ জিলহজ, অর্থাৎ ২ সেপ্টেম্বর ঈদুল আজহা উদযাপিত হবে।