ডেস্ক রিপোর্ট :
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনগণের ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে আমরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। আশা করি- ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে।
শনিবার দুপুরে নোয়াখালীর কবিরহাট পৌরসভা চত্বরে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, ‘ঈদের সময় ঝড়-বৃষ্টি থাকুক না থাকুক প্রকৌশলীরা রাস্তায় থাকবে, পুলিশ রাস্তায় থাকবে। যেখানেই গর্ত হবে সেখানেই তাৎক্ষণিক সংস্কার করা হবে। এ পর্যন্ত সড়কের ৭০ ভাগ সংস্কার করা হয়েছে। ঈদের আগে বাকি কাজ শেষ হবে।’
এ সময় জেলা প্রশাসক মাহবুবুল আলম তালুকদার, পুলিশ সুপার ইলিয়াছ শরীফ, কবিরহাট পৌর মেয়র জহিরুল হক রায়হান, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমিসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/২৬-আগস্ট–২০১৭ইং/নোমান