আমনিুল হক সাদী, নিজস্ব প্রতিবেদক ।। কিশোরগঞ্জ জেলা সচেতন নাগরিক সমাজের উদ্যোগে নেত্রকোণায় বন্যাকবলিতদের মাঝে ত্রাণ সামগ্রি বিতরণ করা হয়েছে। নেত্রকোণা জেলার কলমাকান্দায় মঙ্গলবার এসব ত্রাণ সামগ্রি বিতরণ করা হয়।
কলমাকান্দা উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলার বিভিন্ন এলাকার ১২৫ জনের প্রত্যেককে ত্রাণ সামগ্রি বাবদ চাল, ডাল, তেল, লবণ, চিনি ও সেমাই দেওয়া হয়। সংগঠনের আহ্বায়ক এমরান আলী ভূইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধিদল এসব ত্রাণ সামগ্রি বিতরণ করেন।
এ সময় নেত্রকোণার সিভিল সার্জন ডা. তাজুল ইসলাম খান, কলমাকান্দার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল সিদ্দিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল মামুন, নেত্রকোণা জেলা পরিষদ সদস্য মো. ইদ্রিস আলী তালুকদার, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমা-ার সুলতান গিয়াসউদ্দিন, কলমাকান্দা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ফখরুল আলম খসরু, সহ সভাপতি মো. জাফরউল্লাহ, উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২৯-০৮-২০১৭ইং/ অর্থ