আমিনুল হক সাদী, নিজস্ব প্রতিবেদক ।। কিশোরগঞ্জে রথখোলার কৈরী মার্কেটে কারুপণ্য কুটির শো রুম উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে এ শো রুম উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপ-সচিব তরফদার মো.আক্তার জামীল।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও জেলা কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহ, হাসমত উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রবীন শিক্ষক শফি উদ্দিন, ঢাকা শহীদ নবী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দেলোয়ার হোসেন, নারী নেত্রী বিলকিস বেগম,সাংবাদিক শামসুল আলম শাহীন, সাংবাদিক ও লেখক আমিনুল হক সাদী, সাংবাদিক নজরুল ইসলাম খায়রুল, সাংবাদিক ফারুকুজ্জামান, উজ্জল সরকারসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, ব্যবসায়ি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
কারুপণ্য কুটির শো রুমের সত্বাধীকারি সাবেকুন্নাহার লাবনী জানান, শো রুমে শিশুসহ মহিলাদের বিভিন্ন অঞ্চলের থ্রি পিস, সালোয়ার, কামিজ, ল্যাহেংগা, চাদর, ওড়নাসহ বিভিন্ন ধরনের রুচিসম্মত পোশাকের সমারহ রয়েছে।
এছাড়াও টাঙ্গাইল, রাজশাহী, মনিপুরীসহ বিভিন্ন ডিজাইনের সুতী ও লিলেন শাড়ী ও জামা কাপড় রয়েছে। আধুনিক যুগের আধুনিক ডিজাইনের ছোট-বড় রেডিমেট জামা সালোয়ার ও হাতের নকশী করা কাপড়ও রয়েছে।
অন্যদিকে নিত্য নতুন ডিজাইডনের চুড়ি,মালা, কানের দুল,ব্যাসলেট সহ মহিলাদের রকমারি সাজ-সজ্জার আইটেমও রয়েছে।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/৩১-আগস্ট–২০১৭ইং/নোমান