বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি।। কিশোরগঞ্জের বাজিতপুর বিপিডিপি নিবার্হী প্রকৌশলী সরারচর বিদ্যুত অফিস গত মঙ্গলবার হতে আজ বিকাল পর্যন্ত অন্ততপক্ষে শতাধিক বার বিদ্যুৎ উঠা নামা করার কারণে ঈদুল-আযাহার পূর্বমূহুর্তে সকল ব্যবসায়ীদের মাথায় পড়েছে। কারণ আবাসিক ও বানিজ্যিক প্রায় ১৬ হাজার গ্রাহকদের মধ্যে ক্ষোভের সঞ্চার সৃষ্টি হয়েছে।
জানা যায়, কোম্পানির মাধ্যমে বিদ্যুৎ অফিস মিটার দেখে বিল করার কথা থাকলেও কোম্পানির লোকজন এনালক পদ্ধতিতে অফিসে বসে গত ৩ মাস ধরে বিদ্যুৎ গ্রাহকদের উপরে ভৌতিক বিদ্যুৎ বিল দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।অন্যদিকে একজন মিটার রিডারকে ২ হাজার মিটার দেখে পূনরায় বিদ্যুত বিল ও বিতরণ করতে হচ্ছে ৮ হাজার টাকা বেতনে।এর ফলে অনেক মিটার রিডার চাকুরি চলে যাচ্ছে।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/৩১-০৮-২০১৭ইং/ অর্থ