muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

বাজিতপুরে ঘনঘন লোডশেডিং : অতিষ্ট জনজীবন

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি।। কিশোরগঞ্জের বাজিতপুর বিপিডিপি নিবার্হী প্রকৌশলী সরারচর বিদ্যুত অফিস গত মঙ্গলবার হতে আজ বিকাল পর্যন্ত অন্ততপক্ষে শতাধিক বার বিদ্যুৎ উঠা নামা করার কারণে ঈদুল-আযাহার পূর্বমূহুর্তে সকল ব্যবসায়ীদের মাথায় পড়েছে। কারণ আবাসিক ও বানিজ্যিক প্রায় ১৬ হাজার গ্রাহকদের মধ্যে ক্ষোভের সঞ্চার সৃষ্টি হয়েছে।

জানা যায়, কোম্পানির মাধ্যমে বিদ্যুৎ অফিস মিটার দেখে বিল করার কথা থাকলেও কোম্পানির লোকজন এনালক পদ্ধতিতে অফিসে বসে গত ৩ মাস ধরে বিদ্যুৎ গ্রাহকদের উপরে ভৌতিক বিদ্যুৎ বিল দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।অন্যদিকে একজন মিটার রিডারকে ২ হাজার মিটার দেখে পূনরায় বিদ্যুত বিল ও বিতরণ করতে হচ্ছে ৮ হাজার টাকা বেতনে।এর ফলে অনেক মিটার রিডার চাকুরি চলে যাচ্ছে।

বিদ্যুৎ গ্রাহকরা জানান, এক দিকে বিদ্যুৎ লোডশেডিং, অন্য দিকে তাদের মিটার না দেখে মন গড়া মত বিদ্যুৎ বিল দিচ্ছে বলে জানা গেছে।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/৩১-০৮-২০১৭ইং/ অর্থ

Tags: