মন্তোষ চক্রবর্তী, (অষ্টগ্রাম) কিশোরগঞ্জ ।। হাওর অধ্যুষিত অষ্টগ্রাম উপজেলায় খয়রাতি (জি আর) এর চাল বিতরণ করা হয়েছে।
হাওর এই উপজেলায় বন্যায় ৯০ ভাগ ফসলহানির ফলে কৃষক সহ দরিদ্র মানুষের মধ্যে খাদ্য সংকট সহ বহুমুখী সংকট বিরাজ করছে।
জানা যায়, এই উপজেলার দরিদ্র, ভূমিহীন, ক্ষেতমজুর সহ শ্রমজীবী খেটে খাওয়া লোকজনের জীবন এক দুর্বিষহ অবস্থায় সরকারের এই জি আর চাল বিতরনে প্রাপ্ত লোকজন খুবই উপকৃত হয়েছে।
ঈদের পৃর্ব দিন পর্যন্ত এ উপজেলার কাস্তল, দেওঘর, অষ্টগ্রাম সদর, বাঙাল পাড়া, কলমা, আদম পুর, খয়ের পুর আব্দুল্লাহ পুর এবং পৃর্ব অষ্টগ্রাম সহ ৮ টি ইউনিয়নের অত্যন্ত সুন্দর ও শান্তি পৃর্ন ভাবে এ চাল বিতরণ করা হয়। এ চাল বিতরণকালে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা এবং সকল ইউনিয়নের চেয়ারম্যান ও ইউ পি সদস্যরা উপস্থিত ছিলেন।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মফিজুল ইসলাম মুক্তিযোদ্ধার কন্ঠকে জানান, এই উপজলোয় ৮ টি ইউনিয়নে ৩ হাজার ২ শত পরিবারকে এ চাল দেওয়া হয়েছে এবং ১৫ হাজার ৫00 টি পরিবার কে ভি জি এফ ও ১৫৮৬ টি পরিবার কে ভি জি ডি দেওয়া হচ্ছে।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০২-০৯-২০১৭ইং/ অর্থ