মুক্তিযোদ্ধার কন্ঠ রির্পোট।। কোরবানি করাই বাছির উদ্দিন রিপনের নেশা। প্রতিবছর কোরবানির ঈদে সেচ্ছাসেবীদের নিয়ে তিনি কিশোরগঞ্জের গাইটাল এলাকায় নিজ কৌশলে শত শত গরু কোরবানি করে থাকেন। বিনিময়ে নেন না কোন অর্থ। বর্তমান সমাজ ব্যবস্থায় তার এমন সেচ্ছাসেবী কাজ দেখে এলাকাবাসী গর্বিত।
২রা সেপ্টেম্বর কোরবানির ঈদে প্রতিবেদকের সাথে কথা হলে তিনি জানান, কোরবানি নিয়ে যাতে কারও ভোগান্তি পোহাতে না হয় তাই কয়েকজন সেচ্ছাসেবীদের নিয়ে আমি এ কাজ করি। সমাজে যদি এমন আরো কেউ বেড়িয়ে আসে তবে সমাজ ব্যবস্থায় পরিবর্তন সাধিত হবে।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০২-০৯-২০১৭ইং/ অর্থ
Tags: