নিজস্ব প্রতিবেদক ।। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর প্রত্নতত্ত্ব উপকমিটির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত । শনিবার বিকেলে জেলার করিমগঞ্জের কাদিরজঙ্গল ইউনিয়নে মহাবীর ঈশা খার স্মৃতি বিজড়িত জঙ্গলবাড়িতে পুনর্মিলনীসভায় সভাপতিত্ব করেন (বাপা) এর প্রত্নতত্ত্ব উপকমিটির আহবায়ক আমিনুল হক সাদী।
এতে প্রধান অতিথি ছিলেন এশিয়ান পোষ্টের সম্পাদক মো.হাবিবুর রহমান বিপ্লব। প্রধান আলোচক ছিলেন কিশোরগঞ্জ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের সভাপতি মো.রেজাউল হাবীব রেজা। বিশেষ অতিথি ছিলেন দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার সাব এডিটর শিমুল মাহমুদ।
বাপা’র প্রত্নতত্ত্ব উপকমিটির জেলা শাখার সদস্য সচিব সাংবাদিক মো.ফারুকুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন, ঈশা খানের পনেরতম অধস্তন পুরুষ দেওয়ান মামুন দাদ খান, দেওয়ান জামাল দাদ খান, নিরাপদ সড়ক চাই জেলা শাখার সহ সাধারণ সম্পাদক সাংবাদিক শফিক কবীর, বাপা’র প্রত্নতত্ত্ব উপকমিটির সদস্য আলমগীর হোসাইন পারভেজ, প্রভাষক মোবারক হোসেন খান প্রমুখ।
পুনর্মিলনীসভায় মহাবীর ঈশা খার স্মৃতি বিজড়িত জঙ্গলবাড়ি ইতিহাস ঐতিহ্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও মহাবীরের স্মৃতি বিজড়িত ও তাঁর ব্যবহৃত দ্রব্যাদি প্রদর্শিত করা হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের অধীনে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংরক্ষিত এই পুরাকীর্তিটিকে একটি জাদুঘরে রুপান্তরিত করার জন্য বক্তারা দাবী জানান।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৩-০৯-২০১৭ইং/ অর্থ