ঢাকা: হযরত শাহজালাল বিমানবন্দরে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। এ কারণে আটকে আছে বিদেশ থেকে আসা বিভিন্ন ফ্লাইটের যাত্রীরা। এতে যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
ইমরুল কায়সার নামের এক যাত্রী জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নেপাল থেকে ঢাকা ফিরেছি। প্রায় ৩০ মিনিট ধরে ইমিগ্রেশনে আটকে আছি। ইমগ্রেশন পুলিশ বলছে তাদের কম্পিউটারের বিদ্যুৎ নেই। এ অবস্থা ঠিক না হওয়া পর্যন্ত কেউ যেতে পারবেন না।
ইমরুল কায়সার জানান, ইমিগ্রেশনে আকটে আছেন শত শত যাত্রী।
জানা গেছে, শাহজালালে বিদ্যুৎ না থাকায় ইমিগ্রেশন পুলিশের কম্পিউটার বন্ধ থাকায় যাত্রীরা আকটা পড়েন। বিমানবন্দরে বিদ্যুতের দুটি ফেজের মধ্যে একটি ফেজ বন্ধ থাকায় এ অবস্থার পড়েন যাত্রীরা।
এ বিষয়ে ইমিগ্রেশন পুলিশের ডিউটি অফিসার মুকিত হাসান খান বলেন, `শহাজালালে বিদ্যুৎ চলে যাওয়ায় কিছু সময় এ অবস্থা হয়েছিল। এখন ঠিক হয়ে গেছে।’