স্পোর্টস রিপোর্ট : ঢাকা টেস্টে ঐতিহাসিক জয়ের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ। চট্টগ্রাম জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে সফরকারী অসিদের লক্ষ্য থাকবে সিরিজে ফেরা আর টাইগারদের লক্ষ্য হবে হোয়াইটওয়াশ করা।
তবে এ সবকিছুর মাঝে বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি।
এ ব্যাপারে আবহাওয়ার খবরে বলা হয়েছে, আগামীকাল চট্টগ্রামে দিনের বেলায় ৩ ঘন্টা ও রাতে ৩ ঘন্টা বৃষ্টি হতে পারে। দিনের বেলায় ৯ মিলিমিটার ও রাতে ৫ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে।
এছাড়া, আগামীকাল চট্টগ্রামে দিনের বেলায় বাতাসের গতিবেগ ঘন্টায় ১৩ কিলোমিটার ও রাতের বেলায় ঘন্টায় ১১ কিলোমিটার থাকতে পারে বলেও জানানো হয়েছে। পাশাপাশি, চট্টগ্রামে আগামীকাল দিনের বেলায় তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রী সেলসিয়াস প্রকৃতপক্ষে যা ৪৩ ডিগ্রী সেলসিয়াসের মতো অনুভূত হতে পারে।