muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জ সদর

শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি এবং প্রতিমা নির্মাণ কাজ পরিদর্শনে এডিসি জেনারেল

আকিব হৃদয়, স্টাফ রিপোর্টার ।। গত ৫ই সেপ্টেম্বর মঙ্গলবার শারদীয় দুর্গোৎসব ২০১৭ উদযাপন উপলক্ষে প্রস্তুতি এবং প্রতিমা নির্মাণ কাজ এর অগ্রগতি দেখতে শহরের বিভিন্ন মন্দির পরিদর্শন করেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপসচিব তরফদার মোঃ আক্তার জামীল।

এসময় তিনি শহরের শ্রী শ্রী কালীবাড়ি, শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম, শ্রী শ্রী শ্যাম সুন্দর জিউর আখড়া, শ্রী শ্রী লক্ষী নারায়ণ জিউর আখড়া, শ্রী শ্রী গোপীনাথ জিউর আখড়া, প্রগতি সংঘ ও শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীবাড়ি মন্দির পরিদর্শন করেন।

তিনি প্রতিমা নির্মাণ কাজ পর্যবেক্ষণ করেন এবং মন্দির কমিটির সদস্যদেরকে প্রতিমা রক্ষণাবেক্ষণের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

রিদর্শনকালে হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্ট এর সম্মানিত ট্রাষ্টি বাবু রিপন রায় লিপু, হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্ট এর ফিল্ড সুপারভাইজার দেবাশীষ বাইন, লোকনাথ মন্দিরের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ অলক, গৌর নিতাই ও গোপীনাথ জিউর আখড়ার সাধারন সম্পাদক বাবু অরুন কুমার সাহা, সিদ্ধেশ্বরী কালিবাড়ীর সাধারণ সম্পাদক বাবু রতন কুমার দাস, শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সভাপতি বাবু অনিল চন্দ্র পন্ডিত, সাধারন সম্পাদক বাবু অরুন কুমার সরকার, শ্রী শ্রী কালীবাড়ি মন্দিরের সাধারন সম্পাদক বাবু লিটন কুমার নন্দী, মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি বিজয় রায় খোকাসহ সনাতন ধর্মাবলম্বীদের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০৬-০৯-২০১৭ইং/ অর্থ

Tags: