ডেস্ক রিপোর্ট ।। রাজধানীর মিরপুরের সেই জঙ্গি আস্তানায় বিস্ফোরণ ও গোলাগুলির খবর পাওয়া গেছে। মঙ্গলবার রাতের এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর জানা যায়নি।
রাত ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আত্মসমর্পণ করেনি জঙ্গি আব্দুল্লাহ। এর আগে জঙ্গি আস্তানায় থাকা আব্দুল্লাহ আত্মসমর্পণে রাজি হয়েছেন বলে জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান।
মিরপুরের দারুস সালাম থানার পাশে বর্ধনবাড়ি এলাকায় দিনভর ঘিরে রাখা ওই জঙ্গি আস্তানায় রাতে চার থেকে পাঁচটি ভারী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ সময় আশপাশের এলাকা কেঁপে ওঠে। ভবনটির ওপর আগুনের শিখা ও ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। বিস্ফোরণের আশপাশের মানুষদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ সময় র্যাবের চার সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।
টাঙ্গাইলের এলেঙ্গায় সোমবার রাতে এক বাড়িতে অভিযান চালিয়ে জেএমবির জঙ্গি দুই ভাইকে ড্রোন ও দেশীয় অস্ত্রসহ আটকের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার দিবাগত মধ্যরাতে মিরপুরে র্যাবের এই অভিযান শুরু হয়।