আমিনুল হক সাদী, নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জের পাকুন্দিয়াতে গৃহবধুকে কেন্দ্র করে সশস্ত্র হামলায় নারীসহ তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন-মোন্তাজ উদ্দিন ব্যাপারি, নাছরিন, সোনিয়া। গত মঙ্গলবার সকালে উপজেলার চরপাড়াতলা গ্রামে মোন্তাজ উদ্দিন ব্যাপারি বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
আহতদের মধ্যে মোন্তাজ উদ্দিন ব্যাপারি কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকীরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাকুন্দিয়া উপজেলার চরপাড়াতলা গ্রামের মোন্তাজ উদ্দিন ব্যাপারি সাথে তালেব আলী গংদের পারিবারিক বিরোধ চলে আসছিলো। এরই অংশ হিসেবে মঙ্গলবার সকালে মোন্তাজ উদ্দিন ব্যাপারির বাড়িতে প্রবেশ করে তালেব আলী গংরা অস্ত্র হাতে বাড়ির উঠানে দাঁড়াইয়া গালিগালাজ শুরু করে। এসময় মোন্তাজ উদ্দিন ব্যাপারি এগিয়ে আসলে তালেব আলী দা দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করে। এঘটনায় বাড়ির অন্যান্যরা এগিয়ে আসলে তাদেরকেও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করা হয়। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।
এঘটনায় আহত মোন্তাজ উদ্দিন ব্যাপারির ছেলে পলিন মিয়া বাদী হয়ে তালেব আলীসহ ৭ জনকে আসামী করে পাকুন্দিয়া থানায় একটি মামলা (মামলা নং-০১ তাং-০৬- ০৯-১৭ইং) দায়ের করেছেন।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০৭-সেপ্টেম্বর–২০১৭ইং/নোমান