আকিব হৃদয়, স্টাফ রিপোর্টার ।। আগামী ১০ সেপ্টেম্বর ২০১৭ ভৈরব উপজেলাকে শতভাগ বিদ্যুতায়িত উপজেলা হিসেবে ঘোষণা করা হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স এর মাধ্যমে এ ঘোষণা দিবেন।
সে উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে জেলা ও উপজেলা প্রশাসন। শুভ উদ্বোধন অনুষ্ঠানের প্রস্তুতি দেখতে গতকাল সন্ধ্যায় ভৈরব আসেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোঃ আজিমুদ্দিন বিশ্বাস এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপসচিব তরফদার মোঃ আক্তার জামীল।
এসময় জেলা প্রশাসক সার্বিক প্রস্তুতির বিষয়ে খোঁজখবর নেন এবং ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা, নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতির জিএম, সহকারী কমিশনার (ভূমি) এবং বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের উদ্বোধনী অনুষ্ঠান সফল করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য, নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ এবং বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) কর্তৃক ৪৫ কোটি টাকা ব্যয়ে ৪৪৪ কিলোমিটার বিতরন লাইন নির্মান করে ভৈরব উপজেলার বিভিন্ন শ্রেনীর প্রায় ৫৪ হাজার গ্রাহককে বিদ্যুত সংযোগ দেয়া হয়েছে।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০৯-০৯-২০১৭ইং/ অর্থ