muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

রোহিঙ্গা ইস্যুতে সরকার যুদ্ধ করবে না : ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট : মিয়ানমার থেকে নির্যাতনের মুখে আসা রোহিঙ্গাদের সম্পর্কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘কূটনৈতিকভাবে মিয়ানমারের সঙ্গে আমরা কথা বলছি। মিয়ানমারকে চাপ প্রদানকারী দেশগুলোর সঙ্গেও আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। এখানে সরকারকে দোষারোপ করলে হবে না, সরকার এই ইস্যুতে যুদ্ধ করবে না।’

শুক্রবার বিকালে মুন্সীগঞ্জের সিরাজদিখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। উপজেলার ছাতিয়ানতলী-মালিবাগান সড়কের পশ্চিম কুসুমপুর এলাকায় নির্মাণাধীন সেতুর কাজের অগ্রগতি পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

শেখ হাসিনার সরকার সব দিক থেকেই প্রশংসিত দাবি করে কাদের বলেন, ‘মিয়নামার থেকে রোহিঙ্গা জনস্রোত যেভাবে ধেয়ে আসছে, তা অত্যন্ত মানবিক। এটি গণহত্যার সাথে তুলনীয়।’

ওবায়দুল কাদের বলেন, ‘নাফ নদী দিয়ে নারী ও শিশুরা পাড়ি দিচ্ছে। আমাদের সামর্থ্য সীমিত হলেও তাদের প্রতি মানবিক আচরণ করতে হবে। সরকার থেকে খাদ্য, ওষুধ ইত্যাদির ব্যবস্থা করা হচ্ছে। বাংলাদেশ সরকার জাতিসংঘের দৃষ্টি আনতে কাজ করে যাচ্ছে।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘আমরা মিয়ানমারের জনস্রোত সামলাতে পারছি না। তবে জনস্রোতের সাথে মাদক, অস্ত্র ও জঙ্গি যাতে দেশে প্রবেশ না করে সেদিকে খেয়াল রাখা হচ্ছে। কারণ মাদক অস্ত্রের চেয়েও বেশি ভয়ংকর।’

রোহিঙ্গ ইস্যু নিয়ে বিএনপিকে ‘নোংরা রাজনীতি’ না করতে আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্যে তিনি বলেন, ‘রোহিঙ্গাদের নিয়ে আপনারা রাজনীতির নোংরা খেলায় মেতে উঠছেন। আপনাকে আর আপনার দলকে বলবো, রোহিঙ্গাদের নিয়ে ইস্যু সৃষ্টি করে রাজনীতির নোংরা খেলা থেকে বিরত থাকুন।’

সিরাজদিখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদসহ সড়ক বিভাগের সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তা এবং স্থানীয় নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

মন্ত্রী এ সময় সেতুটির কাজের অগ্রগতি নিয়ে সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারের সঙ্গে কথা বলেন এবং নির্মাণাধীন সেতুর কাজ ঘুরে দেখেন।

Tags: