মুহাম্মদ কাইসার হামিদ, ভ্রাম্যমাণ প্রতিনিধি : প্রবল বর্ষণে কিশোরগঞ্জের কুলিয়ারচর থানা ও পৌর শহরের ১নং কুলিয়ারচর বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা। জনা যায় ১০ সেপ্টেম্বর রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে প্রবল বর্ষণ শুরু হয়ে সকাল ৬টা দিকে শেষ হয়।
একটানা প্রবল বর্ষণে কুলিয়ারচর থানার মাঠ ও পৌর শহরের ১নং কুলিয়ারচর বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
কুলিয়াচর থানার অফিসার ইনচার্জ মোঃ মকবুল হোসেন মোল্লা বলেন, ড্রেনেজের ব্যবস্থা না থাকায় বৃষ্টি হলেই থানা মাঠ তলিয়ে যায়। এতে থানার কার্যক্রমে যেমন বিঘ্ন ঘটছে তেমনি জনসাধারনের যাতায়াতে সমস্যা হচ্ছে। ১নং কুলিয়ারচর বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল আলম রাশিদ বলেন, সামান্য বৃষ্টি হলেই বিদ্যালয় মাঠে জলবদ্ধতার সৃষ্টি হয়। যার ফলে ছাত্র-ছাত্রীদের খেলাধুলা সহ বিদ্যালয়ে আসা যাওয়ার ব্যাঘাত ঘটে।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১১-সেপ্টেম্বর–২০১৭ইং/নোমান