শফিক কবীর, স্টাফ রিপোর্টার ।। কিশোরগঞ্জে সচেতন নাগরিক কমিটি কর্তৃক আয়োজিত দুর্নীতি বিরোধী কাব্যিক প্রতিবাদ সভা, মৌন মিছিল,কবিতা ও ছড়া পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে।
সনাকের সভাপতি অধ্যাপক আব্দুল গণির সভাপতিত্বে বৃহস্প্রতিবার বিকেলে গুরুদয়াল সরকারী কলেজ মুক্তমঞ্চে অনুষ্ঠিত আসরে আলোচনায় অংশ নেন, বিশিষ্ট লেখক মু.আ.লতিফ, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি সাইফুল হক মোল্লা দুলু,কিশোরগঞ্জ ছড়াকার সংসদের সভাপতি জাহাঙ্গীর আলম জাহান, সাধারণ সম্পাদক সাদেকুর রহমান রতন,সংস্কৃতি মঞ্চের উপদেষ্টা সৈয়দ রেজওয়ান উল্লাহ বাশার,,ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এরিয়া ম্যানেজার মোঃ ফজলে এলাহী, নিসচার সহসভাপতি ফিরোজ উদ্দিন ভূইয়া।
সনাকের ইয়েস গ্রুপের আহবায়ক বিশিষ্ট আবুৃত্তিকার ম.ম. জুয়েলের সার্বিক পরিচালনায় ও শিক্ষক স্বপন কুমার স্বপনের উপস্থাপনায় ,আব্দুল ওয়াহাব বাদল, ছড়াকার হারুন আল রশিদ.কবি আহমেদ তানভীর, ছড়াকার সামিউল হক মোল্লা, জান্নাতুন নাঈম পিংকি, ভোরের আলো সাহিত্য আসরের পরিচালক আমিনুল হক সাদী, সদস্য কবি আল মোহাম্মদ মোস্তফা, পুতুলসহ জেলার কবি সাহিত্যিক, ছড়াকারগণ স্ব-রচিত দুর্নীতি বিরোধী কবিতা আবুত্তি করেন।
এর আগে সনাকের আয়োজনে রোহিঙ্গাদের উপর অত্যাচারের প্রতিবাদ জানিয়ে একটি মৌন মিছিল বের করে।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১৪–সেপ্টেম্বর–২০১৭ইং/নোমান