বিনোদন ডেস্কঃ ভারতের সেক্স সিম্বল নায়িকা পাওলি দামের বাংলাদেশ সফর যেকোনো মূল্যে প্রতিহত করার ঘোষণা দিয়েছে আওয়ামী ওলামা লীগ।
রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আওয়ামী ওলামা লীগের সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা আব্দুস সাত্তার এ আল্টিমেটাম দেন।
একই সঙ্গে আগামী ৯ সেপ্টেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঘেরাওয়েরও ঘোষণা দিয়েছে সংগঠনটি।
বিবৃতিতে আব্দুস সাত্তার বলেন, পীর-আউলিয়ার পূণ্যভূমি স্বাধীন সার্বভৌম বাংলাদেশে পর্ন অভিনেত্রী কুখ্যাত পতিতা পাওলি দামের সফর যেকোনো মূল্যে প্রতিহত করা হবে।
তিনি বলেন, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলায় পাওলি দামের মত কুলাঙ্গারের সফর অনভিপ্রেত।
সরকার দেশের বৃহত্তর জনগোষ্ঠীর দাবির প্রতি সম্মান দেখিয়ে এই বিশ্ব বেহায়ার সফর অবিলম্বে বাতিল না করলে ৯ সেপ্টেম্বর বুধবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঘেরাও করার ঘোষণা দেন এ ওলামা লীগ নেতা।