রাজিবুল হক সিদ্দিকী, ভ্রাম্যমান প্রতিনিধি ।। কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় সূর্যের হাসি ক্লিনিক, স্বনির্ভর বাংলাদেশ কর্তৃক স্বাস্থ্যসেবা সমাবেশ ২০১৭ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে গত ১৪ সেপ্টেম্বর ২০১৭ তারিখ বৃহষ্পতিবার এক বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা এবং দিনব্যাপী স্বাস্থ্যমেলার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি তাড়াইল সূর্যের হাসি ক্লিনিক থেকে শুরু হয়ে বাজার মোড় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে ক্লিনিক প্রাঙ্গনে এসে শেষ হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো: নুরুন্নবী। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপসচিব তরফদার মো: আক্তার জামীল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাড়াইল উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা আক্তার।
এছাড়া আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক আবু তাহা মো: এনামুর রহমান, তাড়াইল উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: বদরুল হাসান, সূর্যের হাসি ক্লিনিক এর ক্লিনিক ম্যানেজার মো: আনোয়ার উদ্দিন ভূঁইয়া, স্বনির্ভর বাংলাদেশ এর প্রকল্প পরিচালক মো: রফিকুল ইসলাম, জাওয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রমুখ।
আলোচনা শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১৪-০৯-২০১৭ইং/ অর্থ