মুহাম্মদ কাইসার হামিদ, ভ্রাম্যমাণ প্রতিনিধি : কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার ড.উর্মি বিনতে সালাম মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত কল্পে বিভিন্ন উদ্যোগ গ্রহন করায় ঢাকা ও ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হয়েছে।
গত ১৩ সেপ্টেম্বর বুধবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে তাকে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক- ২০১৭ দেওয়া হয়। ঢাকা ও ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ নির্বাহী অফিসার নির্বাচিত হওয়ায় ১৬ সেপ্টেম্বর শনিবার কুলিয়ারচর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, সাংবাদিক, শিক্ষক, বেসরকারী সেবামূলক সংগঠন কুলিয়ারচর ছাত্র কল্যাণ পরিষদ ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার উদ্যোক্তা ফোরামের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার ড. উর্মি বিনতে সালামকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন ।
জানা যায় , ২০১৬ ইং সালের ১৪ ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ড.উর্মি বিনতে সালাম কুলিয়ারচর উপজেলার দায়িত্ব গ্রহণ করে এলাকার শিক্ষার উপর গুরুত্ব দেন । এরই প্রতিফলন হিসেবে তিনি ঢাকা ও ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নির্বাচিত হন।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১৬–সেপ্টেম্বর–২০১৭ইং/নোমান