মোঃ সুমন মিয়া ,কুলিয়ারচর সংবাদদাতাঃ কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার ড.উর্মি বিনতে সালাম মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত কল্পে বিভিন্ন উদ্যোগ গ্রহন করায় ঢাকা ও ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হওয়ায় গত ১৩ সেপ্টেম্বর বুধবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক জাতীয় প্রাথমিক শিক্ষা পদক- ২০১৭ পাওয়ায় কুলিয়ারচর ছাত্র কল্যাণ পরিষদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার ড.উর্মি বিনতে সালামকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
আজ ১৬ সেপ্টেম্বর শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান কুলিয়ারচর উপজেলা ছাত্র কল্যাণ পরিষদরে সভাপতি মোঃ মামুনুর রশীদ মামুন ,সহ সভাপতি রুবেল চন্দ্র দাস ,সাধারণ সম্পাদক আল সাহেদ আহমেদ লরিন সহ সংগঠনের সদস্য বৃন্দ ।
এসময় উপজেলা নির্বাহী অফিসার ড.উর্মি বিনতে সালাম কুলিয়ারচর ছাত্র কল্যাণ পরিষদের সদস্যদের উদ্দেশ্য করে বলেন, মানুষের সেবা করার পাশা পাশি সবাই কে পড়া শুনার প্রতি মনযোগ দিতে হবে।
অপর দিকে বিকেলে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার ড.উর্মি বিনতে সালামের হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান ইউনিয়ন ডিজিটাল সেন্টার উদ্যোক্তা ফোরামের সভাপতি সালূয়া ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা হেমন্ত কুমার বর্মণ , সাধারণ সম্পাদক ফরিদপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা অভিলাশ চন্দ্র ভৌমিক , সদস্য রামদী ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মোছাঃ শামীমা আক্তার ও সদস্য ছয়সূতী ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মোঃ বাকিবিল্লাহ ।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১৬-০৯-২০১৭ইং/ অর্থ