আমিনুল হক সাদী, নিজস্ব প্রতিবেদক ।। ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ গুরুদয়াল সরকারী কলেজের প্রিন্সিপাল রাম চন্দ্র রায়ের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে কলেজ শিক্ষক পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাধ্যাক্ষ প্রফেসর এ এস এম নজরুল ইসলাম মজুমদার। বক্তব্য রাখেন অধ্যাপক সালাহ উদ্দিন ভুইয়া, মো.আব্দুল হামিদ, মো.আ.মুমিন, আজিজুল হক শাহ চৌধুরী, মো.সিরাজ উদ্দিন ভুইয়া,মুক্তা রানী দত্ত, ড.সুজিত কুমার দে,চুসহযোগী অধ্যাপক নিশরাত বেগম,মো.মতিউর রহমান,মো.জাকিরুল ইসলাম আকন্দ,একেএম মন্জুরুল হক,সহ-অধ্যাপক মাহবুবা সুলতানা,রওনক জাহান,স্বপন কুমার ঘোষ, শামসুল আলম সাগর, এম সাইফুজ্জামান, নিলীমা শিরিন, ফাতেমা পারভীন, প্রভাষক আনোয়ারুল হক,ইকবাল আহমেদ,ইমতিয়াজ তানভীর,মো.ওয়াহিদুজ্জামান,এমরানা জাহান,অফিস সহকারী মো.আসাদুল্লাহ, কাকলী সাহা। অতিথি আলোচক ছিলেন অধ্যাপক মোহাম্মদ আজিজুল হক, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আ.হক, মোফাজ্জল হোসেন, কামরুজ্জামান, রাম চন্দ্র রায়ের সহধর্মিনী মায়া রাণী রায়। অনুষ্ঠানে বিদায়ী অধ্যক্ষকে মানপত্র,ক্রেষ্ট ও উত্তরীয় প্রদান করা হয়। এ সময় কলেজের শিক্ষকবৃন্দ,বিভাগীয় প্রধানগণ ও কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।