আমিনুল হক সাদী, নিজস্ব প্রতিবেদক ।। কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ মিছবাহুল উলুম কওমী মাদরাসার আয়োজনে রোহিঙ্গাদের উপর নৃশংস্য হত্যাকান্ডের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার মাদরাসা মাঠে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, মহিনন্দ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো.নুরুল হুদা, বর্তমান ইউপি চেয়ারম্যান মো. মনসুর আলী, মহিনন্দ মিছবাহুল উলুম কওমী ম্দারাসার প্রিন্সিপাল মাও.আশরাফ আলী,সুরাটী আহমদিয়া ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মাও.আ.কদ্দুছ, সমাজ কর্মী মো.ফিরোজ উদ্দীন ভুইয়া, মো.আজিজুল হক বাচ্চু, রেজিয়া সামাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফির উদ্দিন একলো,আইডিয়েল স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মো.আবু বকর ছিদ্দিক ,কলাপাড়া হাজী আ.গফুর ইসলামিয়া দাখিল মাদরাসার সহকালী শিক্ষক মো.হেলাল উদ্দিন প্রমুখ। সভায় রোহিঙ্গার মানবতা বিপর্যয়ের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং মাদরাসার আয়োজনে নির্যাতিত মানুষের জন্য অন্ন ও বস্ত্র এবং নগদ ত্রাণ সামগ্রী সংগ্রহ করা হচ্ছে। এতে এলাকার তৌহিদী জনতার ব্যাপক সাড়া জাগিয়েছে। পরে সে গুলো রোহিঙ্গার অসহায় মানুষের জন্য প্রেরণ করা হবে বলে জানিয়েছেন মাদরাসার প্রিন্সিপাল।