মোহাম্মদ আরিফুল ইসলাম, কিশোরগঞ্জ ।। কিশোরগঞ্জের নিকলীতে ৫শ বছরের ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) বিকালে উপজেলা সদরের নতুন বাজারের আয়োজনে সোয়াইজনী নদীতে এ বাইচ অনুষ্ঠিত হয়। কিশোরগঞ্জসহ পার্শ্ববর্তী এলাকা থেকে আসা হাজার হাজার দর্শনার্থী এ বাইচ প্রতিযোগিতা উপভোগ করেন।
প্রতিবছর দেশের বিভিন্ন জায়গা থেকে বাইচে শতাধিক নৌকা অংশগ্রহন করলেও আগাম বন্যায় ফসলহানির কারণে এ বছর ১০টি নৌকা প্রতিযোগিতায় অংশ নেয়।
প্রতিযোগিতায় উপজেলা সদরের গোবিন্দপুর গ্রামের আলী হোসেন মেম্বার নৌকা ও তার দল প্রথম স্হান অধিকার করেন। ২য় স্থান অধিকার করেন আয়োজক কমিটির আহবায়ক ও নিকলী সদর ইউপি চেয়ারম্যান কারার শাহরিয়ার আহম্মেদ তুলিপের নৌকা ও তার দল। এছাড়াও গুরুই ইউনিয়নের তোতা মিয়ার নৌকা ও তার দল তৃতীয় স্থান অধিকার করেন।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/২০-০৯-২০১৭ইং/ অর্থ