মৌমিতা তাসরিন তানজিনা, ভ্রাম্যমাণ প্রতিনিধি : বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজ শুক্রবার শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আবৃত্তি সংগঠন সংবৃতার দুই দিনের আবৃত্তি উৎসব। শাহবাগ কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন শুরু হওয়া এ উৎসবের স্লোগান ‘শুধু অকারণ পুলকে, নদী জলে পড়া আলোর মতন ছুটে যা ঝলকে ঝলকে’। সংগঠনের এক যুগ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ উৎসবের আয়োজন করা হয়।
সকালে মঙ্গল প্রদীপ জ্বেলে দুই দিনব্যাপী এ উৎসব উদ্বোধন করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আইটিআই বিশ্বসভার সভাপতি রামেন্দু মজুমদার। উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি জনাব গোলাম কুদ্দুছ, পুলিশ হেডকোয়ার্টার্স এর অতিরিক্ত ডিআইজি জনাব হাবিবুর রহমান।অনুষ্টানটিতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংবৃতার সাধারন সম্পাদক সামসুজ্জামান বাবু এবং সভাপতিত্ব করেন সংবৃতার সভাপতি এ কে এম শামসুদ্দোহা।
উৎসবের প্রথম দিনে দেশবরেণ্য আবৃত্তিশিল্পীদের একক আবৃত্তির পাশাপাশি বিভিন্ন সংগঠনের বৃন্দ প্রযোজনা এবং পূর্ণাঙ্গ প্রযোজনা পরিবেশিত হয়। বৃন্দ পরিবেশনায় অংশ নেয় স্বরশ্রুতি, ষড়জ সাংস্কৃতিক অঙ্গন, ও চারুকন্ঠ। একক আবৃত্তিতে অংশ নেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী রফিকুল ইসলাম, আহসান উল্লাহ তমাল, মাসুম আজিজুল বাশার, নাসিমা খান বকুল, ফয়জুল্লাহ সাইদ, জি এম মোর্শেদ প্রমুখ।