muktijoddhar kantho logo l o a d i n g

বিনোদন

অমৃতা রাইকে বিয়ে করলেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং

digvijaya-and-amrita-rai
বিনোদন ডেস্কঃ চিশেষ হলো সব জল্পনা কল্পনা। কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং বিয়ে করলেন ‘রাজ্যসভা টিভি’র সঞ্চালিকা অমৃতা রাইকে। জানা গেছে,

গত মাসেই বিয়ে করেছেন তারা। গোপনে ঘনিষ্ঠদের উপস্থিতিতে বিয়ের আয়োজনও সারা হয়েছে।
বর্ষীয়ান কংগ্রেস নেতা দিগ্বিজয় এখন আমেরিকায় আছেন। আর অমৃতা রাইও কাজ থেকে কয়েকদিনের ছুটি নিয়েছেন। তাই বিয়ে নিয়ে এখনও প্রকাশ্যে তাঁরা কিছু জানাননি।
২০১৪ সালে ৬৮ বছরের দিগ্বিজয়ের সঙ্গে ৪৪ বছরের অমৃতার প্রেমের সম্পর্ক ফাঁস হয়। আর এ নিয়ে বেশ চাঞ্চল্য তৈরি হয়। সে সময় তাঁদের বেশ কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে টুইটারে এই সম্পর্কের কথা স্বীকার করেন কংগ্রেস এ নেতা। তিনি টুইটে জানান, অমৃতা এবং ওর স্বামী মিউচুয়াল ডিভোর্সের আবেদন করেছে। ওরা কোনও সিদ্ধান্তে পৌঁছলে আমরা এই সম্পর্ককে স্বীকৃতি দেব।’’
অমৃতাও টুইট করে জানিয়েছিলেন, ডিভোর্স পেলেই দিগ্বিজয়কে বিয়ে করবেন তিনি।
উল্লেখ্য, দীর্ঘদিন ক্যানসারে ভোগার পর ২০১৩ সালে দিগ্বিজয়ের স্ত্রী আশা সিংয়ের মৃত্যু হয়। চার কন্যা এবং এক পুত্র সন্তানের বাবা দিগ্বিজয় পরে অমৃতার প্রেমে পড়েন। আর বিয়ের মধ্যদিয়ে সম্পর্কটি পরিণতি পেল।

Tags: