সজীব আহমেদ,ভৈরব (কিশোরগঞ্জ) থেকে।। কিশোরগঞ্জের ভৈরবের মেঘনা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে সপ্তমবারের মতো এ নৌকা বাইচের আয়োজন করে স্থানীয় গাঙ সমিতি। এতে বিভিন্ন স্থান থেকে ২২টি নৌকা অংশ নেয়।
মেঘনা পাড়ে হাজার হাজার দর্শক নৌকা বাইচ প্রতিযোগিতা দেখে আনন্দ উপভোগ করেন। গাঙ সমিতির সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে আয়োজিত নৌকা বাইচ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান এড. মো: জিল্লুর রহমান, প্যানেল চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মির্জা সোলায়মান, মের্সাস এলিন ফুড লি: ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক সিআইপি, ভৈরব উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: গিয়াস উদ্দিন, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আতিক আহমেদ সৌরভ প্রমুখ।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/২৩–সেপ্টেম্বর–২০১৭ইং/নোমান