সজীব আহমেদ, ভৈরব (কিশোরগঞ্জ) থেকে ।। কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ৫০০ পিস ইয়াবাসহ জুয়েল রানা (২১) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৪ এর সদস্যরা।
শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে র্যাব-১৪, সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও উপ-পরিচালক মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ এ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার দিনগত রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার দেবগ্রাম নয়াবাজার থেকে তাকে আটক করা হয়। তিনি আখাউড়া উপজেলার মনিয়ন্দ গ্রামের ময়নুল হকের ছেলে।
শেখ নাজমুল আরেফিন পরাগ আরো জানান, আখাউড়া উপজেলার দেবগ্রাম নয়াবাজার এলাকায় মাদক নিয়ে অবস্থান করছিলেন জুয়েল রানা। খবর পেয়ে র্যাবের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন সেট জব্দ করা হয়।
জুয়েল রানার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর শনিবার সকালে তাকে আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/২৩-০৯-২০১৭ইং/ অর্থ
Tags: