আকিব হৃদয়, স্টাফ রিপোর্টার ।। গতকাল থেকে সারাদেশব্যাপী হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।
এ উপলক্ষে সনাতন ধর্মের সবার মধ্যে আনন্দের বন্যা বইছে, থেমে নেই অন্য ধর্মের লোকজনও। কিশোরগঞ্জে ১৩ টি উপজেলায় ৩৭৯ টি পূজামন্ডপে একযোগে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে।
এ উপলক্ষে আজ কিশোরগঞ্জ এর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপসচিব তরফদার মোঃ আক্তার জামীল শহরের বেশ কয়েকটি পূজামণ্ডপ ঘুরে দেখেন। এর মধ্যে শ্রী শ্রী কালীবাড়ি মন্দির, শ্রী শ্রী শ্যাম সুন্দর লক্ষী নারায়ণ জিউর আখড়া, হরিজন পল্লী, অনির্বাণ সংঘ, আশীর্বাদ সংঘ, গোপাল ভবন মন্দির, শিববাড়ী মন্দির, জোড়া পুকুর পাড় মন্দির, সেবা আশ্রম পূজামন্ডপ উল্লেখযোগ্য।
উল্লেখ্য, মন্দির পরিদর্শনের সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এর সাথে আরো উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব আব্দুল্লাহ আল মাসউদ, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু মাখন দেবনাথ, কালীবাড়ি মন্দির এর সভাপতি এড. পরিতোষ কুমার চক্রবর্তী, শ্যাম সুন্দর আখড়ার পূজা কমিটির সাধারণ সম্পাদক শুভঙ্কর পাল অপু, আশীর্বাদ সংঘের সভাপতি বাবু রতন বিশ্বাস, অনির্বাণ সংঘের কোষাধ্যক্ষ বাবু মৃনাল কান্তি ঘোষ, জোড়া পুকুর পাড় মন্দির এর সভাপতি অজয় রায়, সেবা আশ্রম পূজামন্ডপ এর সভাপতি নারায়ণ চন্দ্র দাস, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি বাবু রিপন রায় লিপু সহ হিন্দুধর্মাবলম্বী ভক্ত ও নেতৃবৃন্দ।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২৮-০৯-২০১৭ইং/ অর্থ