মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অঝোরে কাঁদলেন জনপ্রিয় লেখক ও অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। সোমবার কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে র্যালি পরবর্তী শোকসভায় শাহরিয়ার মজুমদারের স্মৃতিচারণ করার সময় কান্নায় ভেঙ্গে পড়েন তিনি।
‘মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী’ ব্যানারে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ এ র্যালি ও শোকসভা আয়োজন করে।
শাহরিয়ার আত্মহত্যা করার মতো ছেলে নয় দাবি করে শোকসভায় ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, বিশ্ববিদ্যালয়ের আরো অনেক ছাত্র-ছাত্রী আত্মহত্যা করেছে। আমরা গিয়েছি শিক্ষার্থীদেরকে কোলে করে নামিয়েছি। এই অভিজ্ঞতা আমাদের রয়েছে। যেহেতু আত্মহত্যায় কাউন্সিলিং অথবা এই ধরনের সংগঠনের সঙ্গে প্রফেসর ইয়াসমীন এবং আমি নিজেও জড়িত, মানুষ আত্মহত্যা করার আগে কী করে কিংবা মানসিক অবস্থা কী হয় সে সম্পর্কে আমাদের ধারণা আছে। কোনভাবেই আমি এটাকে আত্মহত্যার সাথে মেলাতে পারি না।