muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

আফগানিস্তানের কাছে ৩-১ ব্যবধানে সিরিজ হারল বাংলাদেশ

স্পোর্টস রিপোর্ট ।। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে জয় পেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। পরের ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে গেল। এরপর টানা তিন ম্যাচ জিতে বাংলাদেশ দলের বিপক্ষে ৩-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে সফরকারী আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। আজ শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডে ম্যাচে বাংলাদেশের যুবাদের ৩৩ রানে হারিয়েছে আফগানিস্তানের যুবারা।

আফগানিস্তান প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৩৯ রান সংগ্রহ করে। জবাবে ৪৮.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২০৬ রানের বেশি করতে পারেনি বাংলাদেশের যুবারা।

বাংলাদেশের হয়ে ব্যাট হাতে একাই লড়াই করেন তৌহিদ হৃদয়। তৃতীয় উইকেট হারানোর পর ব্যাট করতে নেমে দশম ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি থেকে মাত্র ৭ রান দূরে থেকে আউট হন। ১০৮ বল খেলে ১০টি চার ও ২ ছক্কায় ৯৩ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান করেন অধিনায়ক সাইফ হাসান। ২৫টি রান আসে মো. রকিবের ব্যাট থেকে।

বল হাতে আফগানিস্তানের ওয়াফাদার মোমান্দ ৪টি উইকেট নেন। ৩টি উইকেট নেন কোয়াইস আহমেদ কামাওয়াল। ২টি উইকেট শিকার করেন মুজিব উর রহমান।

তার আগে আফগানিস্তানের ২৩৯ রানের ইনিংসে ব্যাট হাতে সর্বোচ্চ ৮৩ রান করেন ইব্রাহিম জাদরান। ৭৫টি রান আসে দারওয়াইস আব্দুল রসুলের ব্যাট থেকে। অপরাজিত ২৮ রান করেন কায়াইস আহমেদ কামাওয়াল।

বল হাতে বাংলাদেশের নাইম হাসান ২টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন হাসান মাহমুদ, আফিফ হোসেন ও সাইফ হাসান।

Tags: