৩টি ওয়ানডে ও ২টি তিন দিনের ম্যাচ খেলতে রবিবার বেঙ্গালুরুর উদ্দেশ্যে দেশ ছাড়বে ১৫ সদস্যের বাংলাদেশ ‘এ’ দল। এই সফরে বাংলাদেশ ‘এ’ দল ভারতীয় ‘এ’ দলের বিপক্ষে ৩টি ওয়ানডে ও একটি ৩ দিনের ম্যাচ খেলবে। এ ছাড়া একটি ৩ দিনের ম্যাচ খেলবে ঘরোয়া ক্রিকেটের চ্যাম্পিয়ন কর্ণাটকের বিপক্ষে।
মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ১৫ সদস্যের দল ঘোষণা করে। এই দলে মুমিনুল হক সৌরভকে অধিনায়ক ও নাসির হোসেনকে সহ-অধিনায়ক করে দল ঘোষণা করেছে বিসিবি।
আল-আমিন হোসেন, এনামুল হক বিজয় ও শফিউল ইসলাম আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনেকদিন ধরে বাইরে রয়েছেন। তাদেরকে পরখ করে নিতেই দলভুক্ত করা হয়েছে। এ ছাড়া ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলতে পারেননি তাসকিন আহমেদ। তাসকিনকে তাই ভারতের উইকেটে দেখে নেওয়ার সুযোগ পাচ্ছে নির্বাচকরা।
১৫ সদস্যের মধ্যে ১৪জনই বর্তমান এবং সাবেক জাতীয় দলের ক্রিকেটার। মুমিনুল হক অধিনায়ক, তার সহকারী অলরাউন্ডার নাসির হোসেন। দলের দুই ওপেনার এনামুল হক বিজয়, রনি তালুকদার। বিজয় বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে খেলতে গিয়ে কাঁধে চোট পেয়ে যে দলের বাইরে ছিটকে পড়েন, আর ফিরতে পারেননি। রনি তালুকদার ভারত ও পাকিস্তান সিরিজে জাতীয় দলে থাকলেও এখনও অভিষেক হয়নি। জাতীয় দলে খেলেছেন, এখন রয়েছেন বাইরে- এমন ক্রিকেটারদের মধ্য থেকে ভারত সফরের ‘এ’ দলে রাখা হয়েছে পেসার শফিউল ইসলাম এবং আল-আমিন হোসেনকে।
১৩ সেপ্টেম্বর ব্যাঙ্গালুরু পৌঁছাবে মুমিনুল হকের নেতৃত্বাধীন ‘এ’ দল। ১৬ সেপ্টেম্বর ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে ভারতীয় ‘এ’ দলের মুখোমুখি হবে বাংলাদেশ। ১৮ এবং ২০ সেপ্টেম্বর একই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে পরের দুই ওয়ানডে ম্যাচ।
২২ থেকে ২৪ সেপ্টেম্বর মহিশুরে রঞ্জি ট্রফি জয়ী কর্নাটকের বিপক্ষে শুরু হবে প্রথম তিনদিনের ম্যাচ। ২৭ সেপ্টেম্বর আবারও ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামীতে শুরু হবে ভারত ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় তিনদিনের ম্যাচ। ৩০ সেপ্টেম্বর দেশে ফিরবেন ‘এ’ দলের ক্রিকেটাররা।
ভারত সফরে বাংলাদেশ ‘এ’ দল
এনামুল হক বিজয়, রনি তালুকদার, লিটন কুমার দাস, সাব্বির রহমান, সৌম্য সরকার, মুমিনুল হক, নাসির হোসেন, সাকলাইন সজিব, আরাফাত সানি, রুবেল হোসেন, শফিউল ইসলাম, আল আমিন হোসেন, তাসকিন আহমেদ, শুভাগত হোম চৌধুরী, জুবায়ের হোসেন লিখন।