muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জ সদর

কিশোরগঞ্জের নরসুন্দা আবার দখল হচ্ছে প্রতিবাদে পরম ও বাপার মানববন্ধন পথসভা

আমিনুল হক সাদী, নিজস্ব প্রতিবেদক ।। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও পরিবেশ রক্ষা মঞ্চ (পরম)-এর উদ্যোগে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী নরসুন্দা দখলের প্রতিবাদে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে গুরুদয়াল সরকারী কলেজের মুক্তমঞ্চে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন বাপার জেলা শাখার সভাপতি সাবেক অধ্যক্ষ রবিন্দ্র নাথ চৌধুরী। প্রধান অতিথির বক্তব্য রাখেন পরমের সভাপতি ও বাপার সহ-সভাপতি অধ্যক্ষ শরীফ আহমদ সাদী।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কিশোরগঞ্জ শাখার সাধারণ সম্পাদক প্রভাষক সাইফুল ইসলাম জুয়েল,বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সাধারণ সম্পাদক ফরিদ মিয়া,অধ্যাপক সেলিম,প্রবাসী পলাশ,বাপার নদী রক্ষা উপ কমিটির আহবায়ক নারী নেত্রী বিলকিছ বেগম,প্রত্নতাত্ত্বিক নিদর্শন কমিটির আহবায়ক সাংবাদিক আমিনুল হক সাদী,পরিবহন উপকমিটির সদস্য সচিব শফিক কবীর প্রমুখ।

সভায় বক্তারা জেলা শহরের ভেতর দিয়ে প্রবাহিত ঐতিহ্যবাহী নরসুন্দা নদের তীর দখল ও আবর্জনামুক্ত করার দাবী জানান এবং গুরুদয়াল সরকারী কলেজের মুক্তমঞ্চের পাথওয়েতে অবৈধভাবে মটর সাইকেল চালানোর তীব্র প্রতিবাদ করেন।

এ সময় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও পরিবেশ রক্ষা মঞ্চ (পরম) এর নেতৃবৃন্দসহ গন্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০৭-১০-২০১৭ইং/ অর্থ

Tags: