কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চরফরাদী ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষ বিষাক্ত সাপের ভয়ে আতংকিত হয়ে রাত জেগে পাহারা দিচ্ছেন। গত এক মাসে এখানে ৯ জন সাপের দংশনে আক্রান্ত হয়েছে এবং ২ জনের মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৩ই আগস্ট উপজেলার গুলোয়ারচর গ্রামের আজিমদ্দিনের ছেলে খায়রুল (১৪) জমিতে ঘাস কাটতে গেলে তাকে সাপে কামড় দেয়। পরে তাকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
৩১ আগস্ট চরপাড়াতলা গ্রামের মৃত আহম্মদ আলীর পুত্র হোটেল ব্যবসায়ি নজরুল ইসলামকে (৩৬) বসতঘরে ঘুমন্ত অবস্থায় সাপে কামড় দিলে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এছাড়াও ২ সেপ্টেম্বর চরতেরটেকিয়া গ্রামের গোলাপ (২৮), ৩ সেপ্টেম্বর একই গ্রামের মুর্শিদ মিয়ার কন্যা পারভীন (২৯), ৫ সেপ্টেম্বর চরকাওনা মুনিয়ারীকান্দা গ্রামের বাবুল মিয়ার স্কুলপড়–য়া কন্যা আছমা (১৫), একই দিন পাশ্ববর্তী ডিক্রিরচর গ্রামের আ: হেকিমের পুত্র কামরুল (৪০), ৬ই সেপ্টেম্বর চরতেরটেকিয়া গ্রামের রইছ উদ্দিন পুত্র ফাইজুল্লাহ (২৫), ৭ সেপ্টেম্বর একই গ্রামের গ্রামের শহীদ মিয়া দুই ছেলে শরীফ (২০) ও আরিফ (২৩) সাপের কামড়ে আক্রান্ত হন। পরে স্থানীয়ভাবে চিকিৎসার মাধ্যমে তারা সুস্থ হন।
এ ব্যাপারে চরতেরটেকিয়া মৌজা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মস্তুফা সারোয়ার জানান, গ্রামগুলোতে বিভিন্ন প্রজাতির বিষাক্ত সাপের উৎপাত বেড়ে যাওয়ায় প্রায়ই লোকজন আক্রান্ত হচ্ছেন। এই নিয়ে এলাকায় আতংক বিরাজ করছে।