muktijoddhar kantho logo l o a d i n g

দূর পরবাস

সৌদিতে ৭৩ দেশকে টপকিয়ে বাংলাদেশী হাফেজের বিশ্বজয়!

ছাইদুর রহমান নাঈম, সৌদি আরব প্রতিনিধি ।। সৌদিআরবে মালিক আঃ আজিজ আল সৌদ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগীতায় বাংলাদেশি হাফেজ আব্দুল্লাহ আল মামুন ৭৩টা  দেশের মধ্যে ১ম স্থান অধিকার করেছে।
আজ (১১ অক্টোবর) সৌদি টিভিতে ঘোষিত ফলাফলে এ তথ্য জানা গেছে। গ্রুপে প্রতিযোগিতায় অংশ নিয়েছিল ৭৩ টি দেশ।  যাদের পেছনে ফেলে প্রথম স্থান অধিকারের গৌরব অর্জন করল হাফেজ আবদুল্লাহ আল মামুন। বিশ্ব দরবারে উজ্জল করেছে বাংলাদেশ কে। হাফেজ মামুন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ ক্কারী নাজমুল হাসান প্রতিষ্ঠিত ঢাকার যাত্রাবাড়ীর তাহফিজুল কোরআন ওয়াসসুন্নাহ মাদরাসার ছাত্র।
গত ৩ অক্টোবর সৌদিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা অংশ নিতে উস্তাদ হাফেজ কারী নাজমুল হাসানের সঙ্গে সৌদি যান আবদুল্লাহ আল মামুন। ইতোপূর্বেও সে দেশ বিদেশের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম স্থান অধিকার করে।
হাফেজ আবদুল্লাহ আল মামুনের জন্ম কুমিল্লা মুরাদনগর উপজেলায়। বাবার নাম আবুল আবাশর। এর আগেও
মিশরের রাজধানী কায়রোতে ৫৫টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত ২৪তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করে প্রথম স্থান অর্জন করে। এছাড়াও হাফেজ মামুন ২০১৬ সালে দুবাইয়ে অনুষ্ঠিত ২০তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় দ্বিতীয় এবং ২০১৪ সালের জুলাই মাসে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে।

Tags: