muktijoddhar kantho logo l o a d i n g

তথ্য প্রযুক্তি

ফেসবুক ডাউন : ভোগান্তিতে পড়েছেন ব্যবহারকারীরা

তথ্য প্রযুক্তি রিপোর্ট ।। জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ডাউন হয়েছে। ব্যবহারকারীদের কেউ ঢুকতে পারছেন, আবার কেউ ঢুকতে পারছেন না। ঢুকতে পারলেও নিউজফিড লোড নিতে সময় নিচ্ছে।

বুধবার সন্ধ্যার পর থেকে বিশ্বের অনেক দেশেই এ সমস্যা দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ব্যবহারকারীরা। খবর সিনেট।

ব্যবহারকারীরা লগ-ইন থাকলেও ‘সরি সামথিং ওয়েন্ট রং’, ‘দ‍্য পেইজ নট রিচ’ ও সাদা পেইজ প্রদর্শিত হচ্ছে। এছাড়া মেসেজ অপশন ক্লিক করলে সাদা পেইজ প্রদর্শিত হচ্ছে।

শুধু ফেসবুক নয়, ছবি আদান-প্রদানের সাইট ইনস্ট্রাগ্রামেও এ সমস্যা দেখা দিয়েছে।

ফেসবুকের এক প্রতিনিধি সি-নেটকে বলেন, ফেসবুক ডাউনের বিষয়টি কর্তৃপক্ষ অবগত। সমস‍্যাটি সমাধানে ফেসবুক কাজ করেছে। দ্রুতই সমাধান হবে।

Tags: