সজীব আহমেদ,ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি।। কিশোরগঞ্জের ভৈরবে দুই ছিনতাইকারীকে ৬ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার ১১ অক্টোবর দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলরুবা আহমেদ এই কারাদণ্ড দেন।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের মৃত সবুজ মিয়ার ছেলে মনির হোসেন (৩৫) ও ভৈরব পৌরসভার জগন্নাথপুর পুরাতন ফেরিঘাট এলাকার দোলন মিয়ার ছেলে সজিব মিয়া (২২) কারাদণ্ড দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দুপুরে ভৈরব পৌরসভার জগন্নাথপুর এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদীর উপর নির্মিত সড়ক সেতুর নিচে ছিনতাই করার অভিযোগে মনির ও সজিবকে আটক করে পুলিশ ও জনতা।
এসময় তাদের কাছ থেকে দু’টি চাক্কু উদ্ধার করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় তারা দোষ স্বীকার করায় বিচারক তাদের ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।