muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

ভৈরবে ব্লু হোয়েলে আসক্ত শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা

মোহাম্মদ আরিফুল ইসলাম, কিশোরগঞ্জ।। কিশোরগঞ্জের ভৈরবে ব্লু হোয়েল সুইসাইড গেমসে আসক্ত হয়ে রোমান (১৭) নামের এক শিক্ষার্থীর আত্নহত্যার চেষ্টা চালায়। শনিবার (১৪ অক্টোবর) বিকালে উপজেলার কালীপুর এলাকায় ব্লু হোয়েল গেমসে আসক্ত হয়ে রোমান ব্লেড দিয়ে নিজের শরীর ক্ষত বিক্ষত করে। পরে স্বজনরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে ভৈরব আবেদীন জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় প্রেরন করেন।

আহত রোমান ওই এলাকার খোকন মিয়ার ছেলে। সে জেড রহমান স্কুল এন্ড কলেজের ইন্টার ১ম বর্ষের ছাত্র।

রোমানের বড় ভাই কাওসার জানান, তার ছোট ভাই রোমান ব্লু হোয়েল গেমসে আসক্ত ছিল বলে তারা ধারণা করছেন। তিনি জানান, মাস দেড়েক যাবত রোমান অতিমাত্রায় মোবাইল ফোন ব্যবহার করতো। সাম্প্রতিক সময়ে টেলিভিশন ও বিভিন্ন পত্রিকায় ব্লু হোয়েল গেমসের কথা জানতে পেরে তারা রোমানকে নজরে রাখছিলেন। এ পরিস্থিতিতে শনিবার বিকালে রোমান ব্লেড দিয়ে নিজের হাত ও পেটসহ শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত করে।

তবে রোমানের বাবা খোকন মিয়া ছেলের ব্লু হোয়েল গেমস এ আসক্তির বিষয়টি অস্বীকার করছেন। খোকন মিয়ার দাবি, মাস দেড়েক আগে তার ছেলে রোমান মোটর সাইকেল কেনার জন্য বায়না ধরে। কিন্তু আগে মোটর সাইকেল চালাতে গিয়ে সে দুর্ঘটনার শিকার হওয়ায় তারা তাকে মোটর সাইকেল কিনে দেননি। তাই মোটর সাইকেল না পেয়ে সে আত্মহত্যার চেষ্টা চালায়।

এ ঘটনায় আবেদীন হাসপাতালে জরুরী বিভাগে কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মো. হারুনুর রহমান শাওন মুক্তিযোদ্ধার কন্ঠকে জানান, ওই যুবকের শরীরে ব্লেড কিংবা ধারালো অস্ত্রের একাধিক চিহ্ন রয়েছে।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১৪-১০-২০১৭ইং/ অর্থ

Tags: