সজীব আহমেদ, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি।। বর্তমানে আমাদের দেশের যুব সমাজের অধঃপতনের অন্যতম প্রধান কারণ মাদকাসক্তি। দেশের যুবসমাজের একটি বড় অংশ আশংকাজনকভাবে মাদক হিসেবে ব্যবহৃত ফেন্সিডিল, বিয়ার ও বিদেশী মদের প্রতি আসক্ত হয়ে পড়ছে। মাদকের টাকা জোগাড় করার জন্য মাদকাসক্ত যুব সমাজ বিভিন্ন ধরনের অনৈতিক কার্যকলাপ, অবৈধ অস্ত্রের ব্যবহার, ছিনতাইসহ বিভিন্ন অবৈধ কর্মকান্ডে জড়িয়ে পড়ছে।
“বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র্যাব যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষার জন্য প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশব্যাপী বিভিন্ন মাদক ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারন কর্তৃক ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে। এরই ধারাবাহিকতায় র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন তাতাঁর কান্দি এলাকায় হারুন মিয়ার গ্যারেজের একটি ঘরে কয়েককজন মাদক ব্যবসায়ী মাদক-দ্রব্য বিক্রয়ের জন্য কাঙ্খিত ক্রেতার জন্য অপেক্ষা করছে।
উক্ত তথ্যের ভিত্তিতে র্যাবের একটি চৌকস আভিযানিক দল ১৪ অক্টোবর ২০১৭ ইং তারিখে ১১.৩০ ঘটিকায় র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প এর কোম্পনী কমান্ডার মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ এর নেতৃত্বে ও ভৈরব পৌরসভার ৬নং ওয়ার্ডের ২ বারের কাউন্সিলর আলহাজ্ব মোশারফ হোসেন মিন্টু”র উপস্হিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে মোঃ হারুন মিয়া(৩৫) এর গ্যারেজের একটি টিনের ঘর তল্লাশী করে একটি লাল রঙের প্লাস্টিকের বালতিতে রক্ষিত ২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১৪-অক্টোবর–২০১৭ইং/নোমান