মোঃ আশরাফ আলী, স্টাফ রিপোর্টার ।। কিশোরগঞ্জ জেলায় ৮৫টি এনজিও’র মধ্যে ৩০টি এনজিও তথ্য আপডেটসহ একটি ওয়েব পোর্টাল উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোঃ আজিমুদ্দিন বিশ্বাস।
কিশোরগঞ্জ জেলায় গত ১৫ অক্টোবর ২০১৭ খ্রি. রবিবার বিকাল ৩ ঘটিকায় জেলা প্রশাসকের মিলনায়তনে এক এনজিও’র মাসিক সমন্বয় সভায় কিশোরগঞ্জে এনজিও পোর্টাল (www.ngokishoreganj.com) এর শুভ উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপ-সচিব তরফদার মোঃ আক্তার জামিল, ডাঃ মোঃ আব্দুল মান্নান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ডাঃ মাজহারুল হক ভূঞা, মেডিকেল অফিসার, ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, কিশোরগঞ্জ ও ওয়েব পোর্টাল ডিজাইনার ইঞ্জিনিয়ার মোঃ মোবারক হোসেন, ব্যবস্থাপনা পরিচালক, নিফ আইটি লিঃ, কিশোরগঞ্জ।
ওয়েব পোর্টাল উদ্বোধনের সময় জেলা প্রশাসক মোঃ আজিমুদ্দিন বিশ্বাস বলেন, এর মাধ্যমে এনজিও’র কর্মকাণ্ড দৃশমান হবে, কাজের পরিকল্পনা ও নোটিশের মাধ্যমে অবহিতকরণ সহজ হবে। সকল এনজিও-কে এর আওতায় আসার বিশেষ নির্দেশনা দেন।