আকিব হৃদয়, স্টাফ রিপোর্টারঃ “শিশু পেলে অধিকার খুলবে নতুন বিশ্বদ্বার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু সপ্তাহ ২০১৭ পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে চিত্রাঙ্কন, রচনা, ও আবৃতি প্রতিযোগীতার আয়োজন করে কিশোরগঞ্জ শিশু একাডেমী। দিনব্যাপী এ প্রতিযোগীতা শেষে পুরষ্কার বিতরনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ এর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপসচিব তরফদার মোঃ আক্তার জামীল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব আব্দুল্লাহ আল মাসউদ, একুশে টিভির জেলা প্রতিনিধি সাখাউদ্দিন আহম্মেদ রাজন, প্রমুখ।
উল্লেখ্য উক্ত সমাপনী অনুষ্ঠানে প্রায় ২০ জন অটিষ্টিক শিশুকে শিশু একাডেমীর পক্ষ থেকে মহামূল্যবান বই এবং পুরষ্কার সামগ্রী তুলে দেয়া হয়।
এছাড়াও জেলার বিভিন্ন স্কুলের আরো ৬০ জনকে পুরষ্কার তুলে দেয়া হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে এডিসি জেনারেল বলেন, পিতামাতাদের উচিৎ তাদের বাচ্চাদের পর্যাপ্ত সময় দেয়া, ওদের সামনে বাজে কথা না বলা, বাজে কাজ না করা সর্বোপরি ওদের মনকে বিবেচনা করে ওদের সাথে বন্ধুত্বপূর্ন আচারন বজায় রাখার তাগিদ দেন।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১৮-১০-২০১৭ইং/ অর্থ