আকিব হৃদয়, স্টাফ রিপোর্টারঃ গতকাল ১৭ই অক্টোবর মঙ্গলবার কিশোরগঞ্জ টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) এ বিদেশগামী কর্মীদের তিনদিন ব্যাপী কর্মশালা সমাপ্ত হয়েছে।
উক্ত প্রশিক্ষন কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ এর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপচিব তরফদার মোঃ আক্তার জামীল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিপন রায় লিপু, ট্রাষ্টি হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্ট। সমাপনী অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন টেকনিক্যাল ট্রেনিং সেন্টার কিশোরগঞ্জ এর অধ্যক্ষ প্রকৌশলী হারুন আল মামুন।
প্রধান অতিথীর বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপচিব তরফদার মোঃ আক্তার জামীল বলেন, আমাদের দেশের রেমিটেন্স বাড়াতে সহায়তা করে প্রবাসী বাঙ্গালীরা। তাই তাদেরকে এ ব্যাপারে এবং কাজের প্রতি আরো সাবলীল হওয়ার আহবান জানান।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১৮-১০-২০১৭ইং/ অর্থ